আরও শক্তিশালী লাল ফৌজ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আরও শক্তিশালী লাল ফৌজ!

নিজস্ব সংবাদদাতাঃ দিন যত যাচ্ছে বিশ্ব রাজনীতিতে চিন ততই শক্তিশালী হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে বিশ্বের তাবড় শক্তিধর দেশগুলির মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে চিন। এর পাশাপাশি পিপলস লিবারেশন আর্মি বা লাল ফৌজকে ক্রমাগত শক্তিশালী করার চেষ্টা করছে চিন। ২৩ এপ্রিল, শনিবার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে লাল ফৌজের হাতে তুলে দেওয়া হবে ৩ টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। খুব দ্রতই এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজগুলো নৌসেনা বাহিনীতে যোগ দেবে। জানা গিয়েছে এই ৩ টি যুদ্ধ জাহাজের মধ্যে ২ টি হল ”টাইপ ০৫৫ ১০০০০ টন ক্লাস ম্যাসিভ ডেসট্রয়ার’ এবং অপরটি ‘টাইপ ৫২ডি ডেসট্রয়ার’। বিশ্লেষকদের মতে খুব্র শীঘ্র চিনা নৌসেনা বাহিনীর এই নতুন সদস্যদের আত্মপ্রকাশ হবে এবং চিনের সার্বভৌমত্ব, একতা ও উন্নয়নের কাজে এই জাহাজগুলি কাজ শুরু করবে।