নিজস্ব সংবাদদাতাঃ বুধবার কসবা থানা এলাকার ঘটনা। ভরদুপুরে কলকাতার রাস্তা থেকে অপহরণ করা হয় এক ব্যবসায়ীকে। আর অপহরণের অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যেই ব্যবসায়ীকে খুঁজে বের করল কসবা থানার পুলিশ। ধরা পড়ল অপহরণকারীদের গোটা দল। বাজেয়াপ্ত করা হল অপহরণের জন্য ব্যবহৃত গাড়ি দু’টিকেও। অপহৃত ব্যবসায়ীর নাম শেখ কুতুবুদ্দিন গাজি। তাঁর বয়স ৩৭।