আপাতত স্বস্তির খবর দক্ষিণবঙ্গে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আপাতত স্বস্তির খবর দক্ষিণবঙ্গে

নিজস্ব সংবাদদাতাঃ  আপাতত স্বস্তির খবর দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হবে। দেখা মিলবে কালবৈশাখীরও। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। কখনও কখনও বজ্রগর্ভ মেঘের সঞ্চার করে বৃষ্টি হবে। তবে আজ কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে যেখানে যেখানে মেঘ সঞ্চার হবে সেখানেই হবে বৃষ্টি। আজ কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে পূর্বাভাস আলিপুর আওয়া দফতরের। পশ্চিমের জেলা ও উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।