গ্রেপ্তার গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
গ্রেপ্তার গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি

নিজস্ব সংবাদদাতাঃ গ্রেপ্তার দলিত নেতা তথা গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি। গ্রেপ্তারির কারণ এখনও নিশ্চিত নয়। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ গুজরাটের পালানপুর সার্কিট হাউজ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় অসম পুলিশ। রাতেই তরুণ দলিত নেতাকে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রেনে চাপিয়ে জিগ্নেশকে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে বলে খবর।  বিজেপির বিরুদ্ধে সরব হওয়া এই তরুণ তুর্কি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-সহ একাধিক ধর্মীয় কট্টরপন্থী সংগঠনের বিরুদ্ধে সরব হন তিনি। অভিযোগ, সম্প্রতি সাম্প্রদায়িক উসকানিমূলক একাধিক টুইট করেছিলেন জিগ্নেশ। অভিযোগ পেয়ে তাঁর সেই সমস্ত টুইট মুছেও দেয় টুইটার কর্তৃপক্ষ। সেই টুইটের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। জানা গিয়েছে, গ্রেপ্তারির কারণ এখনও জানানো হয়নি। এমনকী, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের কপিও জিগ্নেশের পরিবারকে দেয়নি অসম পুলিশ। তবে জেএনইউর প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার জানিয়েছেন, পুলিশ সূত্রে খবর অসমে জিগ্নেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।