নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সারল রাশিয়া

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সারল রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ সারমাট অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সারল রাশিয়া। বুধবার এ খবর দিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেনাকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘‘পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই হাতিয়ার ক্রেমলিনের শত্রুদের হামলা বলার আগে ‘দু’বার ভাবতে বাধ্য করবে। কারণ পৃথিবীর যে কোনও প্রান্তের যে কোনও বিন্দু এখন এর পাল্লার মধ্যেই।’’ পশ্চিমী বিশ্ব সারমাটকে ‘দ্বিতীয় শয়তান’ এর তকমা দিয়েছে। রাশিয়ার আগামী প্রজন্মের ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে পুতিনের ভাষায় ‘অজেয়’ কিঞ্ঝল এবং আভানগার্ড হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাতে এবার যুক্ত হল সারমাটও।