নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ মাত্র ৪ দিন হল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে ৩ লক্ষের বেশি ভোটে জিতে সাংসদ হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বুধবার বিকেলে তিনি আসেন আসানসোল দক্ষিণ বিধানসভার বার্ণপুর স্টেশন রোডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। সেখানে তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা নেতা প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন, আসানসোল পুরনিগমের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের রাজ্য নেতা অশোক রুদ্র, সোনা গুপ্তা, গুরমিত সিং, রাকেশ শর্মা ও উৎপল সেন সহ অন্যান্যরা। সম্বর্ধনা পেয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, "এই জয় সবার জয়। বিশেষ করে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী"। তিনি আরও বলেন, "জেতার পরে আমি চলে যাইনি। সবার সঙ্গে দেখা করছি। খুব তাড়াতাড়ি দিদির সঙ্গে দেখা করতে কলকাতা যাবো। সেখান থেকে দিল্লি। তারপর মুম্বই হয়ে আবার আসানসোলে ফিরে আসবো। আমি আসানসোলে থেকে আসানসোলের জন্য কাজ করবো। মন্ত্রী মলয় ঘটক সহ সবার সঙ্গে কথা বলে এখানকার কি কি সমস্যা আছে, তা জানার চেষ্টা করবো। প্রয়োজন মত সংসদে সেই সমস্যা তুলে ধরব। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত কাজ করবো"।