তমলুকে সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তমলুকে সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র

তমলুক, নিজস্ব প্রতিনিধিঃ পুষ্করিণীতে নেমে সাঁতার কাটার প্রবনতা একেবারেই কমে যাচ্ছে কচিকাঁচা থেকে বয়স্কদের মধ্যে। পুষ্করিণীতে সাঁতার কাটলে শরীর যেমন সুস্থ থাকবে তেমনই জেলা, রাজ্য ও জাতীয় স্তরের সাঁতারের বিভিন্ন প্রতিযোগিতায় সম্মান অর্জন করা যাবে অনায়াসেই। জেলা তথা তমলুকের মানুষের কথা ভেবে মঙ্গলবার তাম্রলিপ্ত সুইমিং ক্লাবের উদ্যোগে বৈকুন্ঠ সরবরে সন্তরণ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন, কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, "সাঁতার এমন একটা প্রশিক্ষণ যা মানব শরীরের সমস্ত রোগ মুক্ত করতে সাহায্য করে। বর্তমান সময়ে অনেকেই পুষ্করিণীতে সাঁতার কাটেন না। আমি সকলকে সময় করে সাঁতার কাটার জন্য আহ্বান জানাচ্ছি"।