ডেবরায় শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ডেবরায় শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চলের বাড়াগড় এলাকায় জমি জায়গা বিবাদের জেরে এক স্কুল শিক্ষিকাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল ২ ব্যাক্তির বিরুদ্ধে। এই বিষয় নিয়ে বুধবার দুপুরে ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই মহিলা। এমনকি নিচু জাত তুলেও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। মারধর করা হয় ওই মহিলার স্বামীকেও। বুধবার সকাল ১০ টা নাগাদ হঠাৎ করে বাড়ির পাশের ২ ব্যাক্তি গৌতম সাউ ও তার ছেলে এসে বাড়িতেতে হামলা চালায় বলে মহিলার অভিযোগ। তাদের আটকাতে গেলে তাকে মারধর ও শ্লীলতাহানির সঙ্গে নীচু জাত বলে গালিগালাজ করে বলে জানিয়েছেন মহিলা। এই নিয়ে গৌতম সাউকে বারংবার ফোন করা হলে মোবাইল সুইচ অফ পাওয়া যায়। অভিযোগ পাবার পর তদন্তে নেমেছে ডেবরা থানার পুলিশ। অপরদিকে এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের দুই সাংগঠনিক জেলার এসসি সেলের সভাপতি পঞ্চানন দোলুই। তিনি বলেন, "এই ঘটনা নিন্দনীয়। নীচু জাত বলে গালিগালাজ করার আমরা ঘোর বিরোধিতা করি। আমরা চাই ওই ব্যাক্তিদের বিরুদ্ধে এসটি-এসসি অ্যাক্টে কেস করুক পুলিশ"। যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি ডেবরা থানার পুলিশ।