নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গে লাগাতার ঝড়-বৃষ্টি হলেও, বৃষ্টি থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গ। উপরন্তু চরছে তাপমাত্রার পারদ। বাড়ছে অস্বস্তি। তবে বিকেল পাঁচটার পর আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামবে বলে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই কলকাতার আকাশ মেঘলা। কালো মেঘের সঞ্চার ঘটছে। বইছে ঠান্ডা হাওয়া। তবে পুরুলিয়া,বাঁকুড়া,পশ্চিম বর্ধমানের কিছু অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছ। প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। মানুষকে সতর্ক করা হয়েছে। তাদের নিরাপদ স্থানে থাকার অনুরোধও জানানো হয়েছে। জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলতাকাতাবাসীও বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে।