নিজস্ব সংবাদদাতা : চিন লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে তিনটি মোবাইল টাওয়ার স্থাপন করেছে। বিষয়টি নিয়ে মোদি সরকারের সমালোচনায় মুখর হয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। টুইটে তিনি বলেন, 'চিন আমাদের সীমান্তে দুটি গ্রামে বসতি স্থাপন করেছে কিন্তু বুলডোজাররা এ বিষয়ে দুটি কথাও বলতে সাহস পায় না। জাতি ধর্ম দেখেই কি বুলডোজার চলবে নাকি জাতির ঐক্য, অখণ্ডতা ও সংবিধান নিয়েও চিন্তা করবেন? যদি অবৈধ নির্মাণ হয় তাহলে এত বছর সরকার/প্রশাসন কি করছিল?'