অভিজিৎ সরকারের পরিবারকে আর্থিক সহায়তার বিবেচনার নির্দেশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
অভিজিৎ সরকারের পরিবারকে আর্থিক সহায়তার বিবেচনার নির্দেশ

নিজস্ব সংবাদদাতাঃ  ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করে দেখতে রাজ্যকে নির্দেশ দিল হাইকোর্ট। দু’ মাসের মধ্যে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্যসচিবকে নির্দেশ আদালতের। পাশাপাশি, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোন নির্দিষ্ট প্রকল্প চালু করা যায় কিনা সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে রাজ্য। এছাড়া, ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়াদের ফেরাতে রাজ্য ও জাতীয় মানবাধিকার কমিশনের  সর্বাধিক তিন সদস্য নিয়ে বিশেষ অনুসন্ধানকারী কমিটি গঠন করল হাইকোর্ট। এদিন ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আদালতে রিপোর্ট পেশ করে সিবিআই ও SIT।