নিজস্ব সংবাদদাতাঃ UPSC বিশ্বের এক অন্যতম গুরুত্বপূর্ণ এবং কঠিন পরীক্ষা। প্রতি বছর লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করলেও মাত্র কয়েক শতাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে। তাই এরকম একটি পরীক্ষার জন্য চাই কিছু সহজ এবং গুরুত্বপূর্ণ টিপস, যা পরীক্ষার্থীদের কাজে লাগবে। টিপসগুলি হল- ১) এই পরীক্ষাটি ৩টি ধাপে পরিচালিত হয়। তথা, প্রিলিম, মেইনস এবং পার্সোনাল ইন্টারভিউ। এর সঙ্গে মনে রাখা দরকার যে, এওই পরীক্ষার জন্য পরীক্ষার্থীর বয়স হতে হবে ২১-৩২ বছর। এছাড়াও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভারতের যে-কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। -- এই সাধারণ তথ্য গুলি সম্পর্কে জানতে হবে। ২) আপনার পূর্বে যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন বা যারা উত্তীর্ণ হয়েছেন তাদের সাথে পরামর্শ করে প্রস্তুতি করা ভালো। ৩) প্রস্তুতির সময় ভালোভাবে আগে সিলেবাসটি জেনে নিয়ে এক সম্যক ধারণা করতে হবে। সিলেবাসের পরিধি সম্পর্কে স্বচ্ছতা না থাকলে তা সমস্যার সৃষ্টি করতে পারে। ৪) নিত্য নতুন তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে নিয়মিত খবরের কাগজ এবং সংবাদমাধ্যমের সাহায্য নিতে হবে। ৫) এই পরীক্ষার জন্য 'কারেন্ট অ্যাফেয়ারস' পড়তে হবে খুব ভালোভাবে।
৬) পূর্বের প্রশ্নপত্র থেকে পড়াশোনা করতে হবে। এতে প্রশ্নের ধরণ বাঁ প্যাটার্ন সম্পর্কে ধারণা হবে। ৭) 'মক টেস্ট' দিতে হবে বারংবার। জাতে নিজের ভুল গুলি সংশোধন করা যায়। ৮) পড়াশোনা শুধু করলেই হয়না। তাই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এক সুশৃঙ্খলা পদ্ধতিতে। তাই অনুশীলনের সময় মাথায় রাখতে হবে যেন পড়াশোনার একটি নির্দিষ্ট সময় থাকে। এছাড়াও মনে রাখা দরকার যে, একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা করা প্রয়োজন। কেননা, একসাথে অনেক কিছু পড়তে গেলে খেই হারিয়ে ফেলার সম্ভাবনা থাকবে। ৯) রেফারেন্স বই হিসেবে NCERT এর বই পড়তে হবে। এতে ভালো ফল পাওয়া যাবে। ১০) পড়াশোনার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের খেয়াল রাখাও জরুরি। তাই নিয়মিত ঘুম এবং খাওয়াদাওয়া প্রয়োজন।