প্রতিবাদী আন্দোলন, বিক্ষোভে শান বামেদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রতিবাদী আন্দোলন, বিক্ষোভে শান বামেদের

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য জুড়ে পরপর ঘটে চলা নানা ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির মাত্রা বাড়ানোর পরিকল্পনা নিল বামফ্রন্ট। কলকাতা-সহ জেলায় জেলায় প্রশাসনিক দফতরে অবরোধের পথে হাঁটবে তারা। আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে গোটা রাজ্যের পরিস্থিতি ও তার প্রেক্ষিতে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। বাম সূত্রের খবর, হাওড়ার ছাত্র-নেতা আনিস খানের মৃত্যুর ঠিকমতো তদন্ত না করে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিশেষ তদন্তকারী দল(সিট), এই অভিযোগকে সামনে রেখে ভবানী ভবন অবরোধ করা হবে। রাজ্য পুলিশের ডিজি-কে বার্তা দেওয়া ওই বিক্ষোভের উদ্দেশ্য।