নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ বন দফতরের কথামত বন্যপ্রাণ শিকার না করেই বাড়ি ফিরল শিকারিরা। এমনটাই জানা গিয়েছে বন দফতর সূত্রে। বন্যপ্রাণ শিকার না করার বার্তা দিয়ে আদিবাসী সমাজের মানুষদের নিয়ে বৈঠক করে বন দফতর ও পুলিশ। তারা কথা দিয়েছিলেন জঙ্গলে প্রবেশ করলেও বন্যপ্রাণ হত্যা করবেন না। মঙ্গলবার শালবনীর আড়াবাড়িতে ছিল 'শিকার উৎসব'। সকাল থেকে তৎপর ছিল পুলিশ ও বন দফতরের আধিকারিক সহ কর্মীরা। বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট করা হয় ভিন জেলা থেকে আগত শিকারিদের ফেরত পাঠাতে। স্থানীয় এলাকার শিকারিরা জঙ্গল পথে প্রবেশ করতে চাইলে পুলিশ ও বন দফতরের কর্তারা বাধা দেয়। শুরু হয় তর্কবিতর্ক। পরে আদিবাসী সমাজের মোড়লরা উপস্থিত হলে তাদের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয়। দিন শেষে বন্যপ্রাণ শিকার না করে জঙ্গল থেকে বেরিয়ে এসে উৎসবে মাতলেন তারা। আড়াবাড়ি রেঞ্জের আধিকারিক মলয় ঘোষ জানিয়েছেন, "সকালে শিকারিদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। পরে তাদের মোড়লরা এলে সমাধান হয়। তারা কথা দিয়েছিলেন জঙ্গলে পুজো করে ফিরে আসবে বন্যপ্রাণ শিকার না করে। সেইমত তারা কথা রেখেছেন।" এদিন নজর রেখেছিল বন্যপ্রাণ নিয়ে কাজ করা সংস্থা 'হিল'। তাদের সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন। এক সদস্য জানান, গতবারের তুলনায় শিকারির সংখ্যা অনেক কম ছিল। বন্যপ্রাণ হত্যাও কমেছে। তবে এদিন দুই-তিনটি বন্য শূকর শিকারের ছবি ধরা পড়েছে। পাশাপাশি এদিন মেদিনীপুর সদরের চাঁদড়া রেঞ্জে আদিবাসী সমাজের মানুষদের নিয়ে বৈঠকে বসেন বন দফতর ও গুড়গুড়িপাল থানার পুলিশ।