বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার থেকে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'সম্মেলনে আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ। ২ বছর পর সম্মেলন হচ্ছে। আমরাই প্রথম রাজ্য যারা কোভিডের পর বাণিজ্য সম্মেলন করছি। ৮ স্তম্ভের উপর রাজ্যের উন্নয়ন দাঁড়িয়ে। আমাদের নির্বাচিত মহিলা প্রতিনিধি ৩৮ শতাংশ। সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৮ হাজার কোটি খরচ করা হয়েছে পরিকাঠামোর উন্নয়নের জন্য। বাজেট বরাদ্দ বেড়েছে ৩.৮ গুণ। এছাড়া রাজস্ব আয় ৪ শতাংশ বেড়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্পে বাংলা প্রথম। এখন রাজ্যে কোনও কর্ম দিবস নষ্ট হয় না। দেশের থেকে বাংলার জিটিপির হার বেশি। ১০ হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয়। স্কিল ডেভেলপমেন্টেও আমরা প্রথম।'