নিজস্ব সংবাদদাতাঃ ইএসআইসি প্রকল্পে অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা কী জানেন? না জানা থাকলে দেখে নিন প্রতিবেদনটি। এই প্রকল্পটি শুরু হয়েছিল ২০১৮ সালের ১ সেপ্টেম্বর।এই প্রকল্পে জীবনে ৯০ দিন পর্যন্ত বেকারত্ব ত্রাণ পাওয়া যেতে পারে। কোনও শ্রমিক কর্মচারী কাজ হারালে তিনি তাঁর দৈনিক মজুরির ৫০ শতাংশ পাবেন ৯০ দিন পর্যন্ত। এক্ষেত্রে শর্তগুলি হল কাজ হারানোর আগে ব্যক্তিকে তাঁকে অন্তত দু বছরের জন্য বিমা যোগ্য কর্মসংস্থানে থাকতে হবে। এরপর তিনি যখন কাজ হারাচ্ছেন তার ঠিক আগের অংশদানকালে অন্তত ৭৮ দিনের কাজ থাকতে হবে।