এবার রণবীরের রানী আলিয়া

author-image
Harmeet
New Update
এবার রণবীরের রানী আলিয়া

​নিজস্ব সংবাদদাতাঃ ফের একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং ও আলিয়া ভাটকে। করণ জোহারের পরবর্তী সিনেমা 'রকি অউর রানী কি প্রেম কাহানী'-তে অভিনয় করতে দেখা  যাবে তাঁদের। জন্মদিনের দিন ভক্তদের এই খবর দেন অভিনেতা।