নিজস্ব সংবাদদাতা : কেরলের পালাক্কাদের চালভারার অর্থনীতির কুবের মন্দিরে মহা কুবের যজ্ঞ শুরু হয়েছে।প্যালাট প্রাসাদের পারিবারিক মন্দিরটিই একমাত্র কুবের, ধনসম্পদের প্রভুকে উৎসর্গ করা হয়েছে। সাংসদ ভি কে শ্রীকন্দন যগামের উদ্বোধন করেন, যার লক্ষ্য সমৃদ্ধি এবং শান্তির জন্য ভগবান কুবেরের আশীর্বাদ প্রার্থনা করা। ১৭ তারিখ থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ১৫ একর জায়গার উপর ৯৫০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত তিনটি অস্থায়ী শেডের মধ্যে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। চেরুমুক্কু বল্লভন আক্কিথিরিপ্পাড, যিনি সোমা ইয়াগা এবং অথিরাথরাম উভয়ই করছেন, তিনি হলেন ইয়াগামের মাস্টার (যজামান)। বদ্রীনাথের পান্ডুকেশ্বরের মাটি ব্যবহার করে যজ্ঞভূমি প্রস্তুত করা হয়েছিল। ইয়াগমের সময় বিশিষ্ট দ্রষ্টার ধর্মীয় গ্রন্থ ও ধর্মগ্রন্থের উপর বিভিন্ন বক্তৃতা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, একদিকে করোনার কোপ অন্যদিকে দেশের অর্থনীতির হালে যেভাবে বিপর্যস্ত মানুষ তাতে শ্রী-সমৃদ্ধি চেয়ে মানুষের কল্যাণ প্রার্থনা করা হচ্ছে।