পুর নকশায় বিচ্যুতি বেশি হলে মিলবে না বহুতলের আইনি স্বীকৃতি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
পুর নকশায় বিচ্যুতি বেশি হলে মিলবে না বহুতলের আইনি স্বীকৃতি

নিজস্ব সংবাদদাতাঃ  বেআইনি বহুতল তৈরি রুখতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করেছে হাওড়া পুরসভা। যার মধ্যে অন্যতম, শহরে কোনও বহুতল তৈরি করতে হলে তার সামনে বোর্ড লাগিয়ে লিখে রাখতে হবে জমির মালিক এবং প্রোমোটারের নাম। লাগাতে হবে পুরসভার অনুমোদিত নকশাও। যিনি ওই বহুতলে ফ্ল্যাট কিনবেন, তিনি যাতে আগেই যাবতীয় তথ্য দেখে নিতে পারেন, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এ বার পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, নকশায় সামান্য বিচ্যুতি (ডিভিয়েশন) হলে জরিমানা-সহ সেই নকশা অনুমোদন করা হবে। কিন্তু, কেউ যদি তেতলা বাড়ির অনুমোদন নিয়ে পাঁচ বা দশতলা তৈরি করেন, সে ক্ষেত্রে পুর প্রশাসন সংশ্লিষ্ট বহুতলকে বেআইনি বলে ঘোষণা করবে।