জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে ফের মহিষাদল থানায় গেল দিল্লি পুলিশের তিন সদস্যের দল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে ফের মহিষাদল থানায় গেল দিল্লি পুলিশের তিন সদস্যের দল

নিজস্ব সংবাদদাতাঃ জাহাঙ্গিরপুরীকাণ্ডের তদন্তে ফের মহিষাদল থানায় গেল দিল্লি পুলিশের তিন সদস্যের দল। জাহাঙ্গিরপুরীর ঘটনায় অন্যতম ধৃত শেখ আসলাম মহিষাদলের কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনার মূল চক্রী মহম্মদ আনসারের মামার বাড়িও মহিষাদলের নামালক্ষ্যা গ্রামে। ফলে ধৃতদের সম্পর্কে আরও তথ্য পেতে এই দুটি জায়গাতেও যেতে পারে দিল্লি পুলিশের তদন্তকারী দল।