নিজস্ব সংবাদদাতাঃ জাহাঙ্গীরপুরি ইস্যুতে এবার বিজেপি ও দিল্লির কেজরিওয়ালের সরকারকে এক হাত নিলেন আসাদুদ্দিন ওয়েইসি। জাহাঙ্গিরপুরী এলাকায় যেখানে হিংসার ঘটনা ঘটেছিল, সেখানে বুধবার অবৈধ দখলদারি সরাতে এমসিডি ব্যবস্থা নেবে। এই ইস্যুতে ওয়েইসি বলেন, 'বিজেপি দরিদ্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। জবরদখলের নামে উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মতো দিল্লিতে বাড়িঘর ধ্বংস করতে চলেছে। কোনও নোটিশ নেই, আদালতে যাওয়ার কোনও সুযোগ নেই, কেবল দরিদ্র মুসলমানদের বেঁচে থাকার সাহসের জন্য শাস্তি দেওয়া। অরবিন্দ কেজরিওয়ালকে অবশ্যই তার ভূমিকা স্পষ্ট করতে হবে। তাঁর সরকারের পিডব্লিউডি কি এই "উচ্ছেদ অভিযানের" অংশ? জাহাঙ্গিরপুরীর লোকেরা কি তাকে এই ধরনের বিশ্বাসঘাতকতা এবং কাপুরুষতার জন্য ভোট দিয়েছিল? তার ঘন ঘন বলা "পুলিশ আমাদের নিয়ন্ত্রণে নেই" এখানে কাজ করবে না। এমনকি বৈধতা বা নৈতিকতার ভানও এখন আর নেই।'