'খাবো কী'! বাজার করতে হাত পুড়ছে গৃহস্থের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'খাবো কী'! বাজার করতে হাত পুড়ছে গৃহস্থের



নিজস্ব সংবাদদাতাঃ 'খাবো কী? যা পরিস্থিতি তাতে নুন ভাত খেয়ে থাকতে হবে'- বেশিরভাগ সাধারণ মধ্যবিত্তের গলায় এই একই সুর। আনাজের দামে হাত পুড়ছিল আগেই। এ বার মাছ-মাংস-ডিমের দাম নিয়েও বাড়ছে চিন্তা। খাসির মাংসে হাত দেওয়া যাচ্ছে না। তা পৌঁছেছে কিলো প্রতি ৮০০ টাকা। সাধারণ কিছু মাছ বাদ দিলে অধিকাংশ ভাল মাছের দামও বেশ বেশি। মুরগির মাংস কিনতে গেলেও ভাবতে হচ্ছে। বর্তমানে পোল্ট্রি-এর মুরগি বিক্রি হচ্ছে ২০০-২৩০ টাকায়। আনাজ, ফল, ভোজ্য তেল থেকে মাছ, মাংস— সব কিছুরই আগুন দাম। তার উপরে রান্নার গ্যাস ও জ্বালানির দাম যে হারে বাড়ছে, তাতে সমস্যা বেড়েছে নিম্ন ও মধ্যবিত্তের।