নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে কিছুটা হলেও হাঁসফাঁস গরম থেকে মুক্তি পাতে চলেছে দেশ। আর বেশিদিন গরমে হাঁসফাঁস করতে হবে না, আজ থেকেই বৃষ্টির দেখা মিলতে পারে দেশের বিভিন্ন প্রান্তে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)। দেশের একাধিক প্রান্তে আজ থেকে বৃষ্টিপাত শুরু হবে। অরুণাচল প্রদেশ থেকে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজ়োরাম, ত্রিপুরা, সিকিম ও পশ্চিমবঙ্গে আগামী চারদিন ধরে বৃষ্টিপাত চলবে। অসম ও মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। অন্যদিকে, বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল ও ওড়িশায়।