নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে রাজনৈতিক পালাবদল ঘটেছে। আর প্রধানমন্ত্রীর কুরসিতে বসেই কাশ্মীর সমস্যা সমাধানের ইঙ্গিত দিয়েছেন শাহবাজ শরিফ। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, চলতি বছরেই বৈঠক করতে পারেন মোদি-শরিফ। এনিয়ে নাকি দু’দেশের কূটনীতিবিদদের তৎপরতাও শুরু হয়েছে। তবে সরকারিভাবে কোনও নিশ্চিত খবর মেলেনি। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে জুলাই মাসেই উজবেকিস্তানের তাসখন্দে বৈঠক করতে পারেন দুই রাষ্ট্রপ্রধান। জুলাই মাসের ১৭ তারিখ উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন বৈঠক রয়েছে। সেখানে যোগ দিতে যাবেন দুদেশের প্রধানমন্ত্রীই। সূত্রের খবর, সেই সম্মেলনের ফাঁকে মোদি এবং শরিফ আলাদাভাবে কথা বলতে পারেন। এনিয়ে নাকি দু’দেশের প্রশাসনিক স্তরে তৎপরতাও শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, সেই বৈঠক বাস্তবায়িত হলে পাকিস্তান কাটাস রাজ মন্দিরে যেতে পারেন মোদি। সেখান থেকে শরিফ তাঁকে ইসলামাবাদ নিয়ে যেতে পারেন বলেও সূত্রের খবর। তবে এনিয়ে দিল্লির তরফে এখনও কিছু জানানো হয়নি।