আর্থিক সংকটের মধ্যেই অমানবিকতার নজির শ্রীলঙ্কায়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আর্থিক সংকটের মধ্যেই অমানবিকতার নজির শ্রীলঙ্কায়

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় প্রতিবাদ মিছিলে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জখম হয়েছেন একাধিক ব্যক্তি। গত ১০ দিন ধরে অর্থনীতির বেহাল দশা নিয়ে শ্রীলঙ্কার রাস্তায় প্রতিবাদে নেমেছে লঙ্কাবাসী। মঙ্গলবার এই প্রতিবাদ মিছিলেই হঠাৎ করে বিক্ষুব্ধ হয়ে ওঠে উত্তেজিত জনতা। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করেন বলে পুলিশদের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই বিক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতেই তাঁদের উপর গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গত বেশ কয়েকদিন ধরেই শ্রীলঙ্কার পথে-ঘাটে এই একই ছবি দেখা গিয়েছে। প্রতিবাদে নেমে গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ুর ঘটনা এর আগে ঘটেনি। এই প্রথম প্রতিবাদ মিছিলে গুলি চালাল শ্রীলঙ্কার পুলিশ।