হাবিবুর রহমান, ঢাকাঃ বাংলাদেশে গত সোমবার মধ্যরাতে দীর্ঘ সময় দফায় দফায় সংঘর্ষের পর মঙ্গলবার সকাল থেকে আবারও দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপে নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় সংঘর্ষে সাংবাদিক, ছাত্র ও ব্যবসায়ীসহ শতাধিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িয়ে পড়েন নিউ মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের দোকান মালিক-কর্মচারী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের মধ্যে মঙ্গলবার সারাদিন ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। নিউ মার্কেট এলাকাসহ আশপাশের এলাকা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ছাত্রদের দাবী তারা লাশ হবে তবুও হাল ছাড়বে না। এই রকম পরিস্থিতিতে নিউ মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে নিউ মার্কেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।