নিজস্ব সংবাদদাতাঃ আনারুলদের গাইড করছে আশিস বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক মিহিলাল। আনারুল, লালনরা জেলের মধ্যে সব সুবিধে পাচ্ছে। আনারুলদের জন্য জেলের মধ্যে এলাহি ব্যবস্থা করেছে। ‘বিনা অপরাধে নিহতদের পরিবারের লোকজনকে সেলে রেখেছে’। ‘আনারুলকে গাইড করছে তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়’। ‘আশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো এসব করছে’। ভোটের সময় এসেছিলেন, পরে সাহায্য চাইতে গেলে তাড়িয়ে দেয়’। রামপুরহাট হত্যাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ প্রত্যক্ষদর্শী মিহিলালের।