নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যস্তরের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হল এই সেট পরীক্ষা। ২০২২ সালের সেট পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আসুন জেনে নিই। সেট পরীক্ষাটি মূলত একটি কম্পিউটার মোড ভিত্তিক পরীক্ষা। পরীক্ষার সমগ্র সময় হল ৬০ মিনিট অর্থাৎ ১ ঘণ্টা। এই পরীক্ষাটি বছরের একটি নির্দিষ্ট সময়েই হয়ে থাকে। ২০২২ সালে এই পরীক্ষাটির সময়সূচি হিসেবে সকাল ১১.৩০ থেকে ১২.৩০ অবধি সময়সীমা করা হয়েছে। তবে প্রয়োজনে এই সময়সূচী পরিবর্তিতও হতে পারে। পরীক্ষায় চারটি অপশনসহ অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। প্রতি প্রশ্নের মান ১ নম্বর। তবে কোনও প্রশ্নের উত্তর ভুল দিলে, সে ক্ষেত্রে কোনও নেগেটিভ মার্কিং নেই।