নিজস্ব প্রতিনিধি - ত্রিপুরা সরকার কর্তৃক প্রদত্ত ১৯৮টি পদে চাকরি নিয়োগের কথা ঘোষণা করার সময়, ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেছেন যে এখনো পর্যন্ত ৩৩৬৬টি চাকরির পদ পূরণের প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই টিআরবিটি-তে পর্যায়ক্রমে অনুরোধ পাঠানো হয়েছে। তিনি বলেন,"মোট ১৯৮ জন শিক্ষক আজ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। ১৯৮ টির মধ্যে, ১৬২ জন এসটিজিটি, ৩৬ জন এসটিপিজিটি"। "এছাড়াও টিআরবিটি-তে বিভিন্ন রিকুইজিশন পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৩৩৬৬টি চাকরি হয়ছে।"এবং সঙ্গে তিনি বলেন, উচ্চ শিক্ষা বিভাগে গ্রুপ-সি, গ্রুপ-ডি, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ মোট ১১০টি চাকরি দেওয়া হয়েছে।