ঝাড়্গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ঝাড়্গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হলেন রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা

নিজস্ব সংবাদদাতাঃ  সোমবার রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঝাড়গ্রাম জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসেবে রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার নাম ঘোষণা করেছেন । ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন জেলবন্দি ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো। তাকে ওই পদ থেকে সরিয়ে রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা কে সোমবার দায়িত্ব দেওয়া হয় । যখন জঙ্গলমহল জুড়ে মাওবাদীদের আনাগোনা শুরু হয়েছে ঠিক সেইসময় ঝাড়গ্রাম জেলার মহিলা সংগঠন কে আরো শক্তিশালী করে তোলার জন্য রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা কে ঝাড়গ্রাম জেলার দায়িত্ব দেওয়া হয় বলে জানা যায় ।যার ফলে ঝাড়্গ্রাম জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন বিধায়ক দেবনাথ হাঁসদা, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি হলেন সুরজিৎ হাঁসদা, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হলেন বিরবাহা হাঁসদা। তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ তিনটি সংগঠনে আদিবাসী সম্প্রদায়ের তিনজনকেই দায়িত্ব তুলে দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । নিয়তি মাহাতো বলেন দল যে দায়িত্ব দিয়েছিল আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। দল যাকে দায়িত্ব দিয়েছে তাকে আমি মহিলা সংগঠন কে শক্তিশালী করে তোলার জন্য যাবতীয় সহযোগিতা করব। রাজ্যের মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব ।ঝাড়গ্রাম জেলায় মহিলা সংগঠন কে আরো শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। দলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে দলকে আরও শক্তিশালী করে তোলার জন্য কাজ করব।