আবারও মেরামতি চলবে দুর্গাপুর ব্যারেজের লকগেটের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আবারও মেরামতি চলবে দুর্গাপুর ব্যারেজের লকগেটের



হরি ঘোষঃ আগামী ২০/৪/২০২২ থেকে ২৬/৪/২০২২ পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির জন্য রাত্রিতে বন্ধ থাকবে যান চলাচল। রাত্রি এগারোটা থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। এর আগেও একাধিকবার দুর্গাপুর ব্যারেজের লকগেট মেরামতির জন্য বন্ধ হয়েছে রাত্রিতে যান চলাচল। সূত্র মারফত জানা গিয়েছে 19 এবং 21 নম্বর লকগেট বদল হবে। লকগেট পরিবর্তনের জন্য ফের বন্ধ হতে চলেছে দুর্গাপুর ব্যারেজের সেতুর ওপর যান চলাচল এমনই নির্দেশিকা দিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। শুধুমাত্র এম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াত করতে পারবে। এছাড়া সমস্ত যান চলাচল বন্ধ থাকবে রাত্রিতে এমনই নির্দেশিকা জারি করেছে বাঁকুড়া জেলা প্রশাসন।