নিজস্ব সংবাদদাতাঃ ইউনেসকোর তরফে সম্প্রতি কলকাতার দুর্গাপুজোকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতি পাওয়ায় বিশ্বের দরবারে কলকাতার দুর্গাপুজো এক অনন্য মাত্রা পেয়েছে। এবার ইউনেসকোর নয়া দিল্লির ডিরেক্টর এরিক ফল্টকে সংবর্ধনা জানাবে কলকাতা পুরনিগম। আগামী ২২ এপ্রিল কলকাতা পুরনিগমের তরফে টাউন হলে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হবে। ইউনেসকোর এরিক ফল্টকে এই সংবর্ধনা জানাবেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন কলকাতার মেয়র। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার। ফিরহাদ হাকিম সোমবার জানান, “কলকাতার দুর্গাপুজোকে যে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো, তাতে গোটা বিশ্বে কলকাতার দুর্গাপুজোর অনন্য জায়গা তৈরি হয়েছে। এর জন্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং কলকাতা পুরনিগমের তরফে টাউন হলে সংবর্ধনা জানানো হবে ইউনেসকোর নয়া দিল্লির ডিরেক্টরকে।”