নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার খোয়াই মহকুমার অন্তর্গত চম্পাহাওর থানার বেহালাবাড়ি নামক এলাকা থেকে একটি হুন্ডাই গাড়ির তল্লাশি চালিয়ে তিনটি ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করেছে ত্রিপুরা পুলিশ। সঙ্গে ওই গাড়ি সহ দুইজনকে আটক করে চম্পাহাওর থানায় নিয়ে যাওয়া হয়।ধৃত দুজনকে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ ত্রিপুরার খোয়াই জেলা ও দায়রা আদালতে পেশ করা হয়।পুলিশ সুত্রের খবর সেই গাড়ির সামনে এবং পেছনে দুই ধরণের নম্বর প্লেট লাগানো ছিল।মনে করা হচ্ছে তাদের সঙ্গে বড় কোন চক্র জড়িত রয়েছে।