নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জলের সমস্যায় নাকাল হয়ে পড়ছেন সেখানকার স্থানীয় মানুষেরা। কিছু অংশে ভেঙে রয়েছে জলের কল, তো কিছু জায়গায় বিদ্যুৎ সমস্যা এবং তার সাথে ত্রিপুরার বেশ কয়েকটি পাহাড়ি অঞ্চলে নেই তেমন ভাবে জলের ব্যবস্থা, যার ফলে দূর-দূরান্ত থেকে জল নিয়ে আসতে হয় স্থানীয় বাসিন্দাদের। গত তিনদিন ধরে জলের সমস্যায় পড়েছেন ত্রিপুরার বিশালগড়ের বাইদ্যারদিঘি ধ্বজনগর ও কসবা এলাকার মানুষরা।সরকারিভাবে গাড়ি করে এলাকায় জল সরবরাহ করা হলেও তাতে প্রয়োজন মিটছে না। যার ফলে ক্ষোভে ফেটে পড়ছে সেই এলাকার বাসিন্দারা।