নিজস্ব প্রতিনিধি -"দিল্লি বেলি" খ্যাত অভিনয় দেও পরিচালিত প্রকল্প "ব্রাউন"-এ অভিনয় করতে চলেছেন অভিনেত্রী করিশ্মা কপূর৷
জি স্টুডিওস দ্বারা সমর্থিত, "ব্রাউন" অভীক বড়ুয়ার "সিটি অফ ডেথ" বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রজেক্টটি ফিচার ফিল্ম নাকি ওয়েব সিরিজ তা এখনো স্পষ্ট করেনি নির্মাতারা। এই প্রকল্পটিতে অভিনেত্রীকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।এটি মুলত একটি ক্রাইম ড্রামা, 'ব্রাউন'-এ গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন করিশ্মা কপূর।