বাড়ল নবাব মালিকের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বাড়ল নবাব মালিকের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ

নিজস্ব সংবাদদাতা : দাউদ ইব্রাহিম মানি লন্ডারিং মামলায় বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ আরও বাড়ল নবাব মালিকের। আদালত ২২ এপ্রিল পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে। যদিও নিজের অসুস্থতার কথা তুলে ধরেছেন এনসিপি নেতা। এদিন মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংক্রান্ত মামলার শুনানির জন্য মনোনীত বিশেষ বিচারক আর এন রোকেদের সামনে হাজির করা হয়েছিল নবাব মালিককে। এনসিপি নেতা উইটনেস বক্সে প্রবেশ করেন এবং আদালতকে বলেন যে তিনি কিডনির অসুখে ভুগছেন এবং তার পায ফুলে গেছে। নবাব মালিক আরও বলেন, যখনই তিনি পায়ে ব্যথার কথা বলেন, জেল কর্তৃপক্ষ তাকে শুধু ব্যথার ওষুধ দেন। তার স্পস্ট কথা, "আমি আমার চিকিৎসা সমস্যার স্থায়ী সমাধান চাই।"