নিজস্ব সংবাদদাতা : মসজিদে মাইক বাজানো নিয়ে যে বিতর্কের সূত্রপাত ঘটেছে তাতে নির্দেশিকা জারি করতে চলেছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র সরকার সোমবার ঘোষণা করেছে যে সেগুলি শুধুমাত্র যথাযথ অনুমতি নিয়ে ব্যবহার করা যেতে পারে। দু-একদিনের মধ্যেই এ নিয়ে জারি করা হবে নির্দেশিকা।
স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাতিল বলেছেন যে মুম্বাই পুলিশ কমিশনারের সঙ্গে পুলিশের মহাপরিচালক (ডিজিপি) আগামী এক বা দুই দিনের মধ্যে পাবলিক প্লেসে লাউডস্পিকার ব্যবহারের বিষয়ে নির্দেশিকা তৈরি করবেন। কেউ রাজ্যে শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইতিমধ্যে, নাসিক পুলিশ কমিশনার ঘোষণা করেছেন যে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানকে লাউডস্পিকার ব্যবহারের জন্য অনুমতি নিতে হবে।