আমির পুত্রের ধর্ম নিয়ে প্রশ্ন তুললেন 'কুইন'

author-image
Harmeet
New Update
আমির পুত্রের ধর্ম নিয়ে প্রশ্ন তুললেন 'কুইন'

নিজস্ব সংবাদদাতাঃ  নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্টেটাস দেন কঙ্গনা। সেখানে তিনি লেখেন, 'পাঞ্জাবি পরিবারে এক ছেলেকে হিন্দু হিসেবে বড় করা হয়, অন্য জনকে শিখ ধর্ম অনুসারে বড় করা হয়। কিন্তু আমির খান স্যরের বিবাহ বিচ্ছেদের ঘটনায় আমি বেশ অবাক হয়ে গেলাম। হিন্দু ধর্মাবলম্বী কিরণ রাও ও আমির খানের ছেলে শুধুমাত্র মুসলমান পরিচয় পেল কেন? যদি একই পরিবারে নাস্তিক, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, রাধাস্বামী মতে বিশ্বাসী একত্রে বসবাস করতে পারেন, তবে কোনও মুসলিমকে বিয়ে করলে নিজের ধর্ম বদলাতে হয় কেন?’





প্রসঙ্গত, আমির ও কিরণের ছেলে আজাদের পুরো নাম আজাদ রাও খান। অর্থাৎ বাবা ও মা, দুজনের পদবিই ব্যবহার করে সে। কঙ্গনা অবশ্য মুসলিম ধর্মের বিরুদ্ধে তোপ দেগে লিখেছেন,  ‘সময়ের সঙ্গে আমাদের মানসিকতাতেও পরিবর্তন আনতে হবে। সব ধর্মের মধ্যে একমাত্র ইসলাম ধর্মের মানুষকে বিয়ে করলেই ধর্মান্তরণের রীতি বন্ধ করতে হবে।’







আরও খবরঃ

https://anmnews.in/Home/GetNewsDetails?p=9013

/

https://anmnews.in/Home/GetNewsDetails?p=9010


For more details visit

www.anmnews.in


Follow us at

https://www.facebook.com/newsanm