নিজস্ব সংবাদদাতা : সোমবার দুদিনের গুজরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি জানিয়েছেন, সেখানে তিনি জামনগর এবং দাহোদের কর্মসূচিতে যোগ দেবেন। গুজরাটে পৌঁছনোর পরে, বিদ্যা সমীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। এছাড়াও যারা শিক্ষা খাতে কাজ করছেন তাদের সঙ্গেও যোগাযোগ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এরই পাল্টা টুইট করে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। গুজরাতের একটি সরকারি স্কুলের ছবি পোস্ট করে তুলে ধরেছেন 'বেহাল' দশা। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, ''প্রিয় প্রধানমন্ত্রী! বিদ্যা সমীক্ষা কেন্দ্রের মডার্ন সেন্টার থেকে হয়ত এইসব স্কুলের ছবি আপনি দেখতে পাবেন না, যেখানে বসার ডেস্ক নেই, মাকড়সার জাল, আবর্জনা, ভাঙা শৌচাগার ।''