নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় ভোট পরবর্তী অশান্তি মামলায় নির্দেশনার পুনর্বিবেচনা চাইল রাজ্য । পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বৃহত্তর বেঞ্চে। ২রা জুলাইয়ের নির্দেশিকা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য। রাজ্য সরকারের বক্তব্য, বৃহত্তর বেঞ্চের নির্দেশ একতরফা। রাজ্যের কোনও বক্তব্য না জেনেই নির্দেশ দান। জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে সহযোগিতা করে রাজ্য। কোনও কিছুই গোপন করা হয়নি কমিটির কাছে। কমিশনের প্রাথমিক রিপোর্ট পর্যালোচনার সুযোগই পায়নি রাজ্য।