কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড কোচবিহার, মৃত অন্তত ২

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড কোচবিহার, মৃত অন্তত ২

নিজস্ব সংবাদদাতাঃ  রবিবারের সন্ধ্যায় কোচবিহারে ঝড়ের তাণ্ডব। ঝড়ে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েক মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। কোচবিহার ১ নং ব্লকের তাপুরহাট, সুটকাবাড়ি , মোয়ামারী , ঘুঘুমারি সহ একাধিক জায়গায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঝড়ের দাপটে উপড়ে গিয়েছে প্রায় শতাধিক বিদ্যুতের খুঁটি। বহু পাকা বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তার কোনও আন্দাজ করা যাচ্ছে না এখনও পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় কয়েক হাজার বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। উড়ে গিয়েছে পুলিশ ফাঁড়ির চালও। রাস্তার ওপর পড়ে রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার। ঝড়ের তাণ্ডবের চিহ্ন সর্বত্র। বহু জায়গায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের লাইন উপড়ে পড়েছে। রাজ্য সড়ক কার্যত বন্ধ হয়ে গিয়েছে। চারিদিকে শুধু অ্যাম্বুলেন্সের শব্দ। হাসপাতালে ভর্তি করা হয়েছে বহু আহতকে।