রাজ্যে ব্রিটিশ বিনিয়োগ!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রাজ্যে ব্রিটিশ বিনিয়োগ!

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ২০ এবং ২১ এপ্রিল অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বসতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের  আসর। আর সেই সম্মেলন শুরুর চারদিন আগেই ব্রিটেন জানিয়ে দিল, লগ্নির গন্তব্য বাংলায়। সূত্রের খবর, ইংল্যান্ডের ৪৯ জন শিল্পপতি ও শিল্পকর্তাদের মিলিত দল হাজির থাকবে সম্মেলনে।  এবার বিজিবিএসে ব্রিটেন থেকে মস্ত বাণিজ্য প্রতিনিধি দলের আসার খবর পাওয়া গেল। মূলত, বাংলায় বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি বাংলার শিল্পমহলের সঙ্গেও মুখোমুখি আলোচনা সারার কথা ব্রিটেনের শিল্পপতিদের। কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো বলেন, ‘‘বিজিবিএসে এত বড় প্রতিনিধি দল আসছে, তা নিয়ে আমি অত্যন্ত উৎসাহিত। আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীরা গত বছর মে মাসে ভারত ও ইংল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা আরও প্রসারিত করার অঙ্গীকার করেছেন। আমরা সেই পথেই হাঁটছি। ইংল্যান্ডের সংস্থা ব্যবসা সম্পসারণের কথা ভাবছে। এই প্রেক্ষিতে তাদের ব্যবসা বৃদ্ধি করার জায়গা করে দেওয়ার পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণেও এবারের বিজিবিএসে নতুন অধ্যায় রচিত হবে বলে আশা রাখছি।’’