মমতার ডাকে সাড়া শিবসেনার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মমতার ডাকে সাড়া শিবসেনার

নিজস্ব সংবাদদাতাঃ একুশে বাংলা জয়ের পর থেকেই চব্বিশে দিল্লির মসনদকে পাখির চোখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই গত বছর থেকেই দিল্লি জয়ের ঘুঁটি সাজানো শুরুও করে দিয়েছেন তিনি। এনডিএ বিরোধী জোট তৈরির প্রক্রিয়াও পুরোদমে শুরু হয়ে গিয়েছে। যদিও সেখানে কংগ্রেসের অবস্থান নিয়ে দোলাচল অব্যাহত রয়েছে। সম্প্রতি দেশের সমস্ত অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের একজোট হওয়ার জন্য চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২৯ মার্চ একজোট হওয়ার ডাক দিয়ে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন মমতা। এবার মমতার সেই ডাকে সাড়া দিল বিজেপির এককালের জোটসঙ্গী শিবসেনা। সূত্রের খবর, দ্রুত মুম্বইয়ে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের বৈঠক হতে পারে। রবিবার এমনটাই জানিয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এই প্রসঙ্গে বলতে গিয়ে সঞ্জয় রাউত জানান, ‘বিরোধী জোট নিয়ে সম্মেলন করতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চিঠি দিয়েছিলেন। তারপরেই আমরা এই বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করি। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও বেশ কয়েক দফায় আলোচনা হয়। আলোচনা হয় এনসিপি প্রধান শরদ পাওয়ারেরর সঙ্গেও। সেখানেই সম্মেলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। খুব দ্রুত আমরা অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করব’।