দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ আসন্ন ঈদ উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে। আজ অর্থাৎ রবিবার এই ইফতার পার্টির আয়োজন করেন রাজ্যের জল সম্পদ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা সবং বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানাস রঞ্জন ভূঁইয়া। বাংলার নতুন বছরের তৃতীয় দিনে বৈশাখের শুভেচ্ছা বিনিময় করা হয় এদিন। প্রতি বছরের ন্যায় এবছরও মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার নির্দেশ এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এদিনের ইফতার পার্টিতে প্রায় ৩০০ জনেরও বেশি রোজাদার মানুষ সহ অন্যান্য ধর্মের মানুষজন অংশগ্রহণ করেন। ইফতার পার্টির পাশাপাশি বাংলার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করে বছরের আগামী দিনগুলো যাতে রাজ্য সহ সবং ব্লকের অন্তর্গত অন্যান্য গ্রামের গ্রামবাসীদের খুব ভালভাবে কাটে তারই কামনা করা হয় এদিন।
এদিনের ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন, রাজ্যের জল সম্পদ ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, সবং বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া,পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি বিকাশ রঞ্জন ভূঁইয়া, ব্লক প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স,পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি, সবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত বিশ্বাস, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন শুভ্র মহান্তি,সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া,বিবেক মুখার্জি সহ অন্যান্যরা। এদিনের এই ইফতার পার্টি সম্পর্কে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "প্রতি বছর ইফতার পার্টির আয়োজন করা হয়। এর পাশাপাশি ঈদ উৎসবের পরে ঈদ মিলন উৎসব করে থাকি। কিন্তু করোনা মহামারীর জন্য গতবছর করা সম্ভব হয়নি। তাই এবছর আমরা পুনরায় উদ্যোগ নিয়ে এই পার্টির আয়োজন করেছি। আমি অত্যন্ত তৃপ্ত হয়েছি, আমাদের এই আয়োজনে সব ধর্মের মানুষ এসেছেন আনন্দ উপভোগ করেছেন।"
আসন্ন ঈদ উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হল পশ্চিম মেদিনীপুরে
New Update