'সুফল বাংলা'-র উদ্যোগে রাজ্য সরকার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
'সুফল বাংলা'-র উদ্যোগে রাজ্য সরকার





হরি ঘোষঃ এবার শহরবাসীকে ন্যায্যমূল্যে মুদিখানা শাকসবজি এবং ফলের যোগান দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 'সুফল বাংলা' স্টল। রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্যের মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদারের হাত ধরে উদ্বোধন হয় সুফল বাংলা স্টলের। দুর্গাপুর পুরসভার উদ্যোগে এই সুফল বাংলা স্টলগুলি গড়ে তোলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের কৃষি উপদেষ্টা তথা দুর্গাপুর পূর্বের বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মহানাগরিক অনিন্দিতা মুখোপাধ্যায়, উপ-মহা নাগরিক অমিতাভ বন্দ্যোপাধ্যায়, পুরসভার চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল সহ পৌরপিতা ও পুরমাতারা। এই স্টলগুলির মাধ্যমে উপকৃত হবে হাজার হাজার মানুষ। অনেক মানুষের পক্ষে বাজারে গিয়ে চড়া দামে শাকসবজি ফলমূল কেনা সম্ভব হয় না। শহরের বুকে পুরসভার অভিনব উদ্যোগ প্রশংসায় পঞ্চমুখ শহরবাসী। দুর্গাপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ন্যায্যমূল্যে শাকসবজি ফল এবং মুদিখানার স্টলের। শহরবাসীর কথা মাথায় রেখে দুর্গাপুর পুরসভা এই উদ্যোগ নেয়। পুরসভার এই স্টলগুলোতে কৃষিজ বিপনী বিভাগ শাকসবজি, ফলমূল এবং মুদিখানার জিনিস সরবরাহ করবে। এই স্টলগুলোতে পরিষেবা দেবে সুফল বাংলার কর্মীরা। প্রত্যেকদিন খোলা থাকবে এই স্তরগুলো। ভবিষ্যতে শহরের বিভিন্ন প্রান্তে সুফল বাংলা স্টল তৈরি হবে আশ্বাস পুরসভার।