নিজস্ব সংবাদদাতাঃ বলিউড টেলি জগতের সবচেয়ে জনপ্রিয় হিরোইনদের মধ্যে অন্যতম করিশ্মা তান্না। শুধুমাত্র হিন্দি ধারাবাহিকেই নয় সঞ্জু, বুলেট, গ্র্যান্ড মস্তির মত জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাকে। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে করিশ্মা তান্না। এবার নিজেকে মোহের সুতোয় বাঁধলেন তিনি। রবিবার তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। যেখানে তাকে জিন্স এবং ক্রপ টপে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন "ইয়ে মোহ মোহ কি ধাগে"। দেখুন পোস্ট-