ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত আসানসোল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত আসানসোল

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ আসানসোল লোকসভার জামুড়িয়ার সাতগ্রামে ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তপ্ত হল নাগেশ্বর কোলিয়ারি এলাকায়। নাগেশ্বর কোলিয়ারির মধ্যে থাকা পরিত্যক্ত জিএম বাংলোর মধ্যে গড়ে ওঠা বিজেপির দলীয় কার্যালয়ে রবিবার সকাল থেকেই তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক নিজেদের দলীয় পতাকা-ব্যানার পোস্টার লাগিয়ে বিজেপির ব্যানার-পোস্টার সরিয়ে দিতে শুরু করলেই উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায়। এই ঘটনার খবর পাওয়ার পরপরই জামুরিয়া থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছে উত্তেজনাময় পরিস্থিতি সামাল দেয়। উল্লেখ্য, গত কয়েক বছর আগেই ইসিএলের সাতগ্রাম এরিয়ার নাগেশ্বর কোলিয়ারির মধ্যে একটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জিএম গেস্টহাউসে বিজেপির দলীয় কার্যালয় গড়ে তোলেন এলাকার বেশ কিছু বিজেপি নেতৃত্ব। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে থাকা সেই গেস্ট হাউসটিকে বর্তমানে দলীয় কার্যালয় হিসেবে বিজেপি ব্যবহার করে। রবিবার সকাল নাগাদ হঠাৎ সেই দলীয় কার্যালয়ে তৃণমূলের ব্যানার ও পোস্টার লাগিয়ে বিজেপির ব্যানার ও পোস্টার ফেলে দেয় তৃণমূল সমর্থকরা। এমনটাই অভিযোগ তোলে বিজেপি কর্মী সমর্থকরা। এরফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অপরদিকে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত অধিকারী ওরফে রানা জানান, এটি একটি ইসিএলের আবাসন। এইখানে বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপ হয়। বহিরাগতরা এই জায়গাটাকে মদ জুয়ার ঠেকে পরিণত করেছে। বহুবার ইসিএলের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি দাবি করেন, বিজেপির আনা অভিযোগ ভিত্তিহীন। উপনির্বাচনে বিপুল ভাবে পরাজয়ের পর সহানুভূতি পাবার জন্য তৃণমূলের ওপর বিজেপি মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন তিনি।