নিজস্ব সংবাদদাতাঃ বগটুইকাণ্ডে আদালতে এবার বিস্ফোরক দাবি করল ধৃত টোটোচালক রিটন শেখ। সে জানায় যে, তাঁকে পেট্রোল আনতে পাঠিয়েছিল লালন শেখের ভাগ্নে ডলার। উল্লেখ্য, সেদিনের ঘটনার পর থেকেই পলাতক রয়েছে লালনের ভাগ্নে। সম্প্রতি বগটুই গ্রামের প্রত্যক্ষদর্শী ও ধৃতদের বয়ানে রিটনের নাম উঠে এসেছিল। পেট্রোল পাম্পের সিসিটিভিতেও তাঁর ছবি ধরা পড়েছে। তারপরেই সক্রিয় হয়ে ওঠে সিবিআই। বগটুই-এর এক জায়গা থেকেই রিটনকে নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।