বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ দাসপুরের সিতাপুরে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ দাসপুরের সিতাপুরে

নিজস্ব প্রতিনিধি, দাসপুরঃ বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে রবিবার ১৭ এপ্রিল সকালে পথ অবরোধ করল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর সিতাপুর এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, ২০২০ সালের ৯ অক্টোবর সিতাপুরের দীর্ঘ ২ কিলোমিটার রাস্তা ঘটা করে একটি প্রকল্পের মাধ্যমে সংস্কারের জন্য শুভ সূচনা হয়। কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তার বিন্দুমাত্র কাজ না হওয়ায় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং শুক্রবার অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ শুরু করেন। এরফলে আজ সকাল থেকেই নাজেহাল হয় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী প্রায় ১০ থেকে ১২ টি গ্রামের নিত্যযাত্রী ও পথচারীরা। অবরোধকারীদের দাবি, প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রতিশ্রুতি দিলে তবে এই অবরোধ উঠবে। তবে ইতিমধ্যে অবরোধের বিষয়ে দাসপুর থানায় জানানো হয়েছে। সীতাপুর বাজার পাড়া মোড় থেকে সীতাপুর হরিতলা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা খানা খন্দে ভর্তি। বারংবার অঞ্চল প্রধান সহ প্রশাসন কে জানানো সত্ত্বেও মেরামত হয়নি রাস্তার। এরফলে আজ সীতাপুর ও নবীন মানুয়া গ্ৰামবাসীবৃন্দ রাস্তার ওপর কাঠের গুঁড়ি ও বাঁশ দিয়ে ঘিরে অবরোধ শুরু করে। এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। প্রায় ৪০০ ছাত্রছাত্রী সহ বহু মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার ফলে তেদেরকে নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হয়। সকাল থেকে অবরোধের ফলে বহু মানুষ অসুবিধেয় পড়েন। অবরোধের স্থানে দুই-এক জন সিভিক ও ভিলেজ পুলিশের দেখা মিললেও প্রশাসনের কোনও কর্মকর্তারা কেউ উপস্থিত হননি।​