হু-এর পদ্ধতি বিভ্রান্তিকর, দাবি কেন্দ্রের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হু-এর পদ্ধতি বিভ্রান্তিকর, দাবি কেন্দ্রের



নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র করোনায় মৃতের তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলল ভারত। কারণ হিসেবে বলা হয়েছে, ভারতের মতো বিশাল এবং ব্যাপক জনঘনত্ব সম্পন্ন দেশে গাণিতিক মডেলিংয়ের সাহায্যে তথ্য সংগ্রহের পদ্ধতি আদৌ প্রযোজ্য নয়। গোটা বিশ্বে করোনায় কত মানুষের মৃত্যু হয়েছে, হু-য়ের সেই তালিকা তৈরির প্রয়াস ব্যাহত হচ্ছে ভারতের অসহযোগিতার কারণে। এমনটাই অভিযোগ উঠে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে হু-এর এই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে বিবৃতি জারি করা হয়েছে। কারণ যে পদ্ধতি অবলম্বন করে ওই তালিকা তৈরি করছে হু, তা ভারতের মতো বিশাল দেশে প্রযোজ্য নয় বলে মনে করে ভারত।